আরিফ রববানী,ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এড.মোয়াজ্জেম হোসেন বাবুল বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে কালির বাজার রেলওয়ে ষ্টেশনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ আমাদের যে শোক,সেই শোককে শক্তিতে পরিণত করে, জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সে লক্ষ্যে এগিয়ে চলেছেন। সেটাই আমাদের বড় প্রাপ্তি এবং জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সে লক্ষে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান জেলা আওয়ামী লীগের কর্মীবান্ধব এই নেতা।
ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা, মেধাবী রাজনীতিবিধ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাঁঠাল ইউনিয়নের কৃতি সন্তান ফজলে রাব্বি এর সার্বিক তদারকি ও সহযোগীতায় আয়োজিত উক্ত শোক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আসলাম উদ্দিন সরকারের ও মাজহারুল হক শাহজাহান মাষ্টার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, সদস্য এড জিয়াউল হক সবুজ,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুতফন্নেছা বিউটি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন,বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ সহ নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুন অর রশিদ বিএসসি,আব্দুল ওহাব কমল মিয়া, সেলিম মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সুরুজ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর তরফদার, আব্দুর রশিদ সরকার, নজরুল ইসলাম,আবুল হোসেন রকি, ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান, সহ-সভাপতি হুমায়ুন মাস্টার,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন,যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা কামাল রোপন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রতন,সাধারণ সম্পাদক সুহেল আহমেদ মুসা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উমর ফারুক ফকির, সম্পাদক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং গণভোজ বিতরণ করা হয়।