বগুড়ায় হিরো আলমের সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহাজোট প্রার্থীর জয়

বগুড়ায় হিরো আলমের সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহাজোট প্রার্থীর জয়

এম রিমন, বগুড়া প্রতিনিধি: বগুড়া-০৪ আসনের সংসদ নির্বাচনে মশাল মার্কায় ২০৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাসদ মনোনীত প্রার্থী একেএম রেজাউল কারিম তানসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা মার্কায় ১৯৫৭১ ভোট পেয়েছেন।

অন্যান্য প্রার্থীদের মঝে কুড়াল মার্কার কামরুল হাসান সিদ্দিকী (জুয়েল) পেয়েছেন ১০৪৪২ ভোট। জাতীয় পাটির শাহীন মোস্তফা কামাল লাঙ্গল মার্কায় পেয়েছে ৬৪৪৬ ভোট, জাকের পাটির মোঃ আব্দুর রশিদ গোলাপ ফুল মার্কায় পেয়েছে ৪০৬৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ তাজ উদ্দীন মন্ডল ডাব মার্কায় পেয়েছে ৩৫৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোশফিকুর রহমান ট্রাক মার্কায় পেয়েছে ১০৭৯১ ভোট, মোঃ গোলাম মোস্তফা দালান মার্কায় পেয়েছে ২৩৯০ ভোট, কলার ছড়ি মার্কা পেয়েছে ৮৪৮ ভোট। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি। আর ভোট কক্ষের সংখ্যা ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন ১১২ জন। এ ছাড়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ এবং পোলিং অফিসার ১ হাজার ৫৫৪ জন।

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগ ঘোষণা আসে। পরদিন ১১ বিএনপির ছয়জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। তিনি পরে জমা দেন পদত্যাগপত্র। এই সাত সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের।