ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ কাতারের প্রবীণ সাংবাদিক কমিউনিটি ব্যক্তিত্ব এন টিভির কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক (কাজল) এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে কাতার বাংলা প্রেসক্লাব।করোনা বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে রবিবার রাজধানী দোহার সুন্দরবন রেস্টুরেন্টে কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।
সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাতার বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি উপদেষ্টা মণ্ডলী বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া ও সাধারণ সম্পাদক মাহাবুব রহমান বাবু, চট্টগ্রাম জোন ফেন্ডস ক্লাবের সভাপতি এম এম নূরু।বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক জি টিভির কাতার প্রতিনিধি এম এ সালাম, প্রচার সম্পাদক যমুনা টিভির কাতার প্রতিনিধি আবু হানিফ রানা।
আরো উপস্থিত ছিলেন সদস্য এস এন টিভির কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজিব,মোহাম্মদ নিশাদ, মুরাদ, মোঃ খায়েস, সেলিম সরকারসহ অনেকেই।
এ সময় অধ্যাপক আমিনুল হকের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং কর্মময় জীবনে সাংবাদিকতায় প্রবাসীদের কল্যাণের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।