আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পেলে এবং পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে গেলে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে।এমনটাই বললেন  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  ৩১ মে (সোমবার )মন্ত্রিসভার বৈঠকে  সাংবাদিকদের এ কথা জানান তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন।

 করোনার সংক্রমণ বাড়ার কারণে এর আগে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করে স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি।সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চিঠিটা এখনও পাইনি। অলরেডি ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়র; উনাদের বলেই দেওয়া আছে, যদি আপনারা মনে করেন কোনো জায়গা করোনা সংক্রমণ বেড়ে যায়, সেক্ষেত্রে তারা লকডাউন দিতে পারবেন।