নতুন বছরে সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশই আমাদের লক্ষ্য- বিরোধীদলীয় নেতা

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

বুধবার (১৩ই এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মামুন হাসান, প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,বাংলা নববর্ষ একান্তই আমাদের জাতিসত্ত্বার অংশ।বাঙালির জীবনে বছরে একবারই আসে এমনদিন।আমাদের বর্ষবরণের বড় বৈশিষ্ট্য ধর্ম- বর্ণ  নির্বিশেষে সবার উৎসব। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক।

তিনি বলেন,পহেলা বৈশাখে মানবিকতা,অসাম্প্রদায়িকতা আর গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের নতুন শপথে দাঁড়াতে হবে।আমাদের বিশ্বাস রাখতে হবে  সংস্কৃতির শক্তিতে, মানবিকতার শক্তিতে।একটি সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশই আমাদের লক্ষ্য।

বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন,সব রোগ-শোক-জরা-গ্লানি ঝেড়ে ফেলে নতুন বছর দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে।