নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্রের পদত্যাগ

মোমিন তালুকদারঃ সকল কর্মকর্তা ও কর্মচারী,শিক্ষক, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন।

১২ আগষ্ট  (মঙ্গলবার) মহামান্য রাষ্ট্রপ্রতি ও মাননীয় চ্যান্সেলার বরাবর এই পদত্যাগ পত্র জমা দেন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠানো হয়। জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ০৩দফা আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমে এই পদত্যাগপত্র জমা দেন ভিসি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের স্থানে ৬ষ্ঠ তম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. সৌমিত্র শেখর।