দেশে দ্রুত সব স্বাভাবিক হবে:সেনাপ্রধান

দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে মনে করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ৷ মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের তিনি এই কথা বলেন৷

সেনাপ্রধান বলেন, ” আমরা ৪৮ ঘণ্টা ধরে মোতায়েন আছি ৷ আমাদের আরো কিছু সময় লাগবে৷ আমি বিশ্বাস করি যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি তাহলে শিগগিরই স্বাভাবিকতা ফিরে আসবে৷” এর আগে সেনাবাহিনীর এক হেলিকপ্টারে তিনি ঢাকা এবং এর আশপাশ ঘুরে দেখেন ৷

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই মধ্যরাতে কারফিউ ঘোষণা করে বাংলাদেশ সরকার ৷ সেনাবাহিনীকে মোতায়েন করা হয় বেসামরিক বাহিনীকে সহায়তা করার জন্য৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা সংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চার দিনে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷

কারফিউ জারির পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি তুলনামূলক শান্ত হয়ে এসেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ৷ আন্দোলনে সহিংসতার ঘটনায় দেশজুড়ে দেড়শ’র বেশি মামলা হয়েছে ৷ মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপি৷

তথ্যসূত্র-dw.com