দেশে করোনা সংক্রামন ঊর্ধ্বমুখী,একদিনে সর্বোচ্চ ৫ হাজারের অধিক শনাক্ত

ত্রিশাল প্রতিদিন ডেস্কঃঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের প্রভাবে  ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং একই সময় করোনায় নতুন সংক্রমিত হয়েছে ৫ হাজার ১৮১ জন ।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।  এর আগে একদিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি।  ২ জুলাই ২০২০ করোনায় সংক্রমিত হয়েছিল  ৪ হাজার ১৯ জন রোগী।

বাংলাদেশে মোট ০৬ লাখ ৮৯৫ জনের করোনার আক্রান্ত হয়েছে তার মধ্যে মারা গেছেন ০৮ হাজার ৯৪৯ জন এবং সুস্থ হয়েছেন ০৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।বেশ কিছুদিন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকার পর আবার এক মাসের বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। এর মধ্যে ছয় দিন ধরে সাড়ে তিন হাজারের বেশি রোগী (প্রতিদিন) শনাক্ত হচ্ছেন। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে গত পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।

করোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।