ত্রিশাল পৌর বিএনপির সম্মেলন গুরুতর আহত ২ আমিন সরকারের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির বিতর্কিত সম্মেলনে বিএনপির গঠনতন্ত্র বিরোধী বিভিন্ন ওয়ার্ডের সুপার ফাইভদের রেজুলেশনে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচনের প্রতিবাদ ও বিক্ষোভ করায় কাউন্সিল অধিবেশনে রামদাসহ দেশীয় অস্ত্রের মাধ্যমে নেতাকর্মীদের আক্রমণ করার আহত হয়েছেন দুই কর্মী প্রতিবাদে নিজ অফিসে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি প্রার্থী আমি সরকার।

ত্রিশাল পৌরসভার আব্দুর রশিদ মার্কেটে তার নিজ কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় তিনি বিএনপির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি বলেন,নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে ৯ ওয়ার্ডের ৬৩৯ জন কাউন্সিলর প্রকাশ করার কথা।এরপর অধিবেশনে প্রার্থীতা আহবান করা হবে।আগ্রহী প্রার্থীগণ প্রার্থী হবার পর ৬৩৯ জন কাউন্সিলরের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।কিন্তু ডাঃ লিটন তা না করে তার পকেট কমিটি করার জন্য দলের গঠনতন্ত্র বিরোধী প্রতিটি ওয়ার্ডের সুপার ফাইভদের রেজুলেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার প্রস্তাব করেন।এটা বিএনপি ও এর যেকোন সহযোগী সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। আমি এহেন ঘৃণ্য তৎপরতার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই।সম্মানিত কাউন্সিলরবৃন্দ এর প্রতিবাদ করলে ডাঃ লিটনের অনুসারীগণ তার বাসা থেকে রামদাসহ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নিরস্ত্র কাউন্সিলরদের উপর অতর্কিত আক্রমণে রাহাত ও মিন্টু সরকার নামে দুই কর্মী গুরুতর আহত হয় এবং আমিসহ অন্তত ৮-১০ জন কর্মী আহত হন।তিনি এ ব্যাপারে দলীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন। অবিলম্বে নিয়মতান্ত্রিক পথে পুনরায় কাউন্সিল করার জোর দাবী জানান।