মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০১৯ মাসের মাসিক এবং এপ্রিল-জুন/১৯ মাসের ত্রৈমাসিক অপরাধ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি (বিপিএম)।
ত্রৈমাসিক অপরাধ সভায় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান জুন/২০১৯ মাসের ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক পদক পাওয়ায় “ত্রিশাল উপজেলা প্রেসক্লাব”র পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি- এস.এম ফজলে রশীদ, সিনিয়র সহ-সভাপতি ডাঃ এনামুল হক, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহম্মেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোমিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মালেক। এসময় ত্রিশাল সার্কেল আব্দুর রকিব উপস্থিত ছিলেন।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান এখন মাদক ব্যবসায়ীদের কাছে আতংক হয়ে দাড়িয়েছে। ত্রিশাল থানায় যোগদানের পর থেকে নিজ যোগ্যতা আর দক্ষতার বলে উপজেলার সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করেছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। ত্রিশাল থানায় টাউট- বাটপার ও দালালদের দৌরাত্ম বন্ধ হয়েছে। পুলিশী সেবা গ্রহীতাদের এখন আর দূর্ভোগ পোহাতে হয় না। মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানেও সফল হয়েছেন আজিজুর রহমান। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মুক্ত করেছেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করছে ওসি আজিজুর রহমান । তার সুদক্ষ পরিচালনায় থানায় দায়িত্বরত সকল অফিসার পুলিশ সদস্য জনসাধারনের জান- মালের নিরাপত্তা ও আইনের সঠিক প্রয়োগে নিজেদেরকে সর্বদা নিয়োজিত রেখেছেন।
ত্রৈমাসিক অপরাধ সভায় আরও যারা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছেন ১। শ্রেষ্ঠ পুলিশ সুপার শেরপুর, জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম ২। শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নেত্রকোনা ৩।শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল ময়মনসিংহ ৪। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আজিজুর রহমান অফিসার ইনচার্জ, ত্রিশাল থানা ময়মনসিংহ ৫। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(ডিবি) জনাব মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার), অফিসার ইনচার্জ ডিবি, ময়মনসিংহ ৬। শ্রেষ্ঠ এসআই মোঃ ফারুক হোসেন ১নং পুলিশ ফাঁড়ি ময়মনসিংহ ৭।শ্রেষ্ঠ মাদক দ্রব্য উদ্ধার কারী অফিসার এসআই/মোঃ নাজিম উদ্দিন ডিবি, ময়মনসিংহ ৮। শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তি কারী অফিসার এসআই/মোঃ জহিরুল ইসলাম জামালপুর থানা, জামালপুর ৯। শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তি কারী অফিসার এএসআই /মোঃ নজরুল ইসলাম শ্রীবরদী থানা,শেরপুর ১০। শ্রেষ্ঠ কনস্টেবল কনস্টেবল/৫৭৭ মো: আবু সামা ডিবি ময়মনসিংহ ১১। শ্রেষ্ঠ দফাদার/ মোহাম্মদ নূরনবী শেখকে পুরস্কৃত করা হয়।
উক্ত সভায় অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ জনাব ড.মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার ময়মনসিংহ জনাব শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার নেত্রকোণা জনাব জয়দেব চৌধুরী বিপিএম, পুলিশ সুপার রেঞ্জ অফিস জনাব সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার শেরপুর জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ বাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস জনাব একেএম মনিরুল ইসলাম, অনান্য ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপারগণ ও রেঞ্জের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।