ত্রিশালে সড়ক নির্মাণ কাজের উদ্ধোধন করলেন মেয়র আনিছ

এইচ এম জোবায়ের হোসাইন:: ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর মুক্তিযোদ্ধাদের সালাম গ্রহণকারী তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক জৈমত আলী মাস্টার’এর কবরস্থানের সড়ক নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার দুপুরে এ নির্মাণ কাজের উদ্ধোধন করেন ত্রিশাল পৌরসভার মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ.বি.এম আনিছুজ্জমান আনিছ।

উদ্ধোধনী অনুষ্ঠানে ৯নং ওর্য়াড কান্সিলর জহিরুল হক লিটন, খলিলুর রহমান বিএসসি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জৈমত আলী মাষ্টারের ছেলে সাবেক কমিশনার আব্দুল আউয়াল ও আব্দুল বাতেন (গোলাপ), সমাজসেবক বাবলু মিয়া, আব্দুল করিম, গিয়াস উদ্দীন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ, সাবেক যুবলীগনেতা সাখাওয়াত হোসেন তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।