মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মবার্ষিকী কবির স্মৃতিধন্য ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমী মাঠে তিনদিন ব্যাপি নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৬ মে) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নান্দাইল এর সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান, হালুয়াঘাট-ধোবাউড়ার সংসদ সদস্য জুয়েল আরেং, সংরক্ষিত আসন এর ভালুকা-৩২৬ এর সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। নজরুল স্বারক বক্তা ছিলেন, বিশিষ্ঠ লেখক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ।
কবির স্বরণে আলোচনা সভার পর স্থানীয় ও দেশবরেণ্য শিল্পী ও কবিদের উপস্থিতিতে সংগীত পরিবেশন ও কবিতা আবৃতির আয়োজন করা হয়।