ত্রিশালে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরষ্কার বিতরণ

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য।

বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে বক্তব্য প্রদান করেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার  ডাঃ তানজিলা ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.এন.এম শোভা মিয়া আকন্দ, সাবেক ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি.এম সেলিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইন্টার্নী ডাঃ সুমাইয়া বিনতে হেলাল ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ গোলাম মুরশেদ মুরাদ।