ত্রিশালে আবাসিক এলাকায় মাছ প্রসেসিং, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

ত্রিশালে আবাসিক এলাকায় মাছ প্রসেসিং, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ড, কমিশনার রোডের ঋষি বাড়ী সংলগ্ন আবু সাইদ ওরফে মুন্সীর বাড়ীর ভেতরে অবৈধভাবে ঝাটকা ইলিশ, চান্দিনা মাছ এনে অস্বাস্থকর নোংরা পরিবেশে এসব মাছ কেটে লবণ মিশ্রিত করে প্রসেসিংয়ের কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। প্রসেসকৃত এইসব মাছ ত্রিশাল পৌরসভার বিভিন্ন বাসা বাড়িতে ফেরিওয়ালারা ফেরি করে বিক্রি করছে ।

এসব মাছ প্রসেসিং এর কারণে অত্র এলাকার বাসা-বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও আসপাশের দোকানে মাছের পচাঁ গন্ধ ও মশা মাছির উৎপাতে বসবাস করা কঠিন হয়ে পড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এসব কাঁচা মাছ পঁচানোর কারণে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াতের সময় দুর্গন্ধে মুখে রুমাল দিয়ে ঢেকে রাখে। রাতে এসব মাছ নোংরা পরিবেশে প্রসেসিং করে পঁচোনোর স্তুপ করে রাখে এবং সকাল হতেই ফেরিওয়ালাদের আনাগোনা শুরু হয়ে যায়। অত্র এলাকার জনসাধারণ ও শিশুদের স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা অচিরেই এই অবৈধ পঁচা মাসের ব্যবসা আবাসিক এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রসশানের সু-দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।