ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ত্রিশালে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে বিপাকে পড়েছেন ঐ এলাকার কৃষকরা। ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করে বলেন, ব্র্রহ্মপুত্র নদের ত্রিশাল উপজেলার ইছামতি ঘাটের ইজারা নিয়ে বালু উত্তোলন করছেন রেজাউল করিম। উত্তোলিত বালু রাখা হচ্ছে ঘাটের পাশে কৃষকদের ফসলী জমিতে। এ নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে চড়ম ক্ষোভ বিরাজ করছে।
বালু নেয়ার জন্য প্রতিদিনেই কৃষি জমির ওপর দিয়ে যাতায়াত করছে শতাধিক ট্রাক ও লড়ি। ১৩ একর জমির উৎপাদিত ফসল নষ্টসহ চাষাবাধে বাঁধা দেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ইজারাদার রেজাউল করিম দাবী করে বলেন, নিয়ম অনুযায়ী বালু উত্তোলন করে খাস জমিতে রেখে বাজারজাত করা হচ্ছে ।
এ ব্যাপারে জানতে চাইলেউপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির বলেন, ফসলী জমি নষ্ট করে বালু ব্যবসা করার কোন বৈধতা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।