ত্রিশালের মেয়ে জিকরা আমিনের জনপ্রশাসন পদক লাভ

শামিম ইশতিয়াকঃ  ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের কৃতি সন্তান মাওলানা রুহুল আমিন সাহেবের কন্যা ইন্জিনিয়ার জিকরা আমিন জনপ্রশাসন পদক ২০২১ লাভ করেছেন ।

তিনি বাণিজ্য  মন্ত্রণালয়ের  আওতাধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর(আরজেএসসি) তে প্রোগ্রামার হিসেবে দায়িত্বপালনকালে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত  “রূপকল্প ২০২১” এর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকল সেবা অনলাইনে প্রদান সংক্রান্ত আইটি টিমের প্রধান হিসেবে উদ্ভাবনী দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ পদক প্রাপ্ত হয়েছে।

 ২৭জুলাই মঙ্গলবার, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে(ভার্চুয়ালি) উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হুসাইনের সভাপতিত্বে পদক তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।