জাককানই বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন হাজার শিক্ষার্থী করোনার টিকা পাচ্ছে

মোঃ আসাদুল ইসলাম::  ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৩ হাজার ( ৩,৫০০) শিক্ষার্থী করোনা ভাইরাস ভেকসিন পাচ্ছেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ‘সুরক্ষা’ নামক অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্য দিয়ে  সাড়ে তিন হাজার টিকা পাবেন  শিক্ষার্থীরা।

 বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়,পূর্বে তালিকাভুক্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সারা দেশে অবস্থানকারী শিক্ষার্থীবৃন্দ তাদের নিজ নিজ এলাকা পছন্দ দিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। ১ম দফায় টিকা পাচ্ছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও জানান, সরকার আবার নতুন তথ্য চাইলে জানানো হবে। এখন আবাসিক/অনাবাসিক মিলিয়ে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর টিকার জন্য নিবন্ধন করতে পারবে। পূর্বাদেশ না মানায় শিক্ষার্থীদের নিজেদের গাফিলতির কারণে এখন বঞ্চি হচ্ছেন বলে তিনি জানান।

তিনি আরও জানান, এখন যেহেতু টিকা আসতে শুরু করেছে সেহেতু সংকট হবে না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।