উরুগুয়ে ও আর্জেন্টাইনার খেলায় যেমন ফুটেছে ‘আলবিসেলেস্তে’ ছন্দ, তেতমমনি মিলেছে তিন গোলও। ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দারুণ ফুটবল খেলেছে আর্জেন্টিনা।আর্জেন্টিনার হয়ে এ নিয়ে ৮০ গোল হলো মেসির। দক্ষিণ আমেরিকার প্রথম ফুটবলার হিসেবে ৮০ গোলের দেখা পেলেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। এবারও খেলা তৈরি করেন মেসি।
উরুগুয়ে পাল্লা দিয়ে খেলে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি। ৯০ মিনিটে মেসি ও বদলি হয়ে নামা আনহেল দি মারিয়া উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরার পরীক্ষা নেন। দারুণ দক্ষতায় এ দুবার পাশ করলেও মেসির কাছে ‘ফেল’ করেন প্রথমার্ধেই।
এই জয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। প্যারাগুয়েকে ২-০ গোলে হারায় চিলি। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়ে প্যারাগুয়ে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আটে চিলি। টেবিলের শীর্ষ চার দল সরাসরির খেলবে কাতার বিশ্বকাপে।
২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের মুখোমুখি হয়ে একই ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেদিন মেসিও গোল পেয়েছিলেন। ৯ বছর আগে ম্যাচটি হয়েছিল এই একই দিনে!