প্রেস বিজ্ঞপ্তিঃ জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু (২রা অক্টোবর) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (২রা অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,জিয়াউদ্দিন বাবলু দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে অপূরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবদান জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য,গত মাসের শুরুর দিকে করোনাভাইরাসে সংক্রমিত হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।গত ৬ সেপ্টেম্বর তাঁকে ল্যাবএইড হাসপাতাল ভর্তি করা হলে পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি-স্ত্রী ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।