চাঞ্চল্যকর তৌহিদুল হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই

গোলাম কিবরিয়া পলাশঃ  ঘটনার র্দীঘ ০১ বছর পর চাঞ্চল্যকর বিশ্বিবদ্যিালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন সহ অন্যতম প্রধান আসামী রিফাত ও মহসিনকে গ্রেফেতার করেছে পিবিআিই।

এ খুনের ঘটনাটি ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি তিন কোণা পুকুর পাড় এলাকায় প্রায় ০১ বছর আগে । মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে ০৯ জুলাই সন্ধ্যা ০৭.৩০ দিকে  কোতোয়ালী থানাধীন জামতলা পোড়াবাড়ী সাকিনস্থ নিজ বাড়ীর সামনে হতে গ্রেফতার হয় ০১ নং আসামী রিফাত (২৩), পিতা-হারুন অর রশীদ, মাতা-মোছাঃ রেনু বেগম, সাং-জামতলা পোড়াবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। এবং ০২নং আসামী মোঃ মহসিন মিয়া (২৫), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-আউটার স্টোডিয়াম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩৫ দিকে  কোতোয়ালী থানাধীন আউটার স্টোডিয়াম সংলগ্ন নিজ বাসা হতে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গোহাইলকান্দি তিনকোণা পুকুর পাড় এলাকায় মেসে ভাড়া থাকাবস্থায় গত বছরের ০১ মে রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা তার রুমে ঢোকে বুকে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফিলে রেখে পালিয়ে যায়। এদিকে গ্রেফতারকৃত ০২ জন আসামীকে আজ (১০ই জুলাই)  বিজ্ঞ ১ নং আমলী আদালতে সোপর্দ করা হলে আসামি রিফাত ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে ।