নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
জেল হত্যা দিবস উপলক্ষে আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সাহাবউদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, বঙ্গবন্ধু নীলদলের সহসভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, অগ্নিবীণা ও দোলনচাঁপা হলের প্রভোস্ট প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।