ত্রিশাল প্রতিদিন স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশের জন্য আরো বড় দুঃসংবাদ হয়ে আসলো তামিমের ইনজুরি।প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় তাকে এর পর প্রাথমিক চিকিৎসা শেষে ৯ উইকেট যাওয়ার পর এক হাতে ব্যাটিংয়ে নেমেছেন তামিম
আঙুলের চোট পুরোপুরি সেরে ওঠার আগেই ম্যাচ খেলছেন তামিম। তাকে নিয়ে শঙ্কার জায়গা একটু ছিলই। বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনকভাবে সেই শঙ্কা সত্যি হলো দ্বিতীয় ওভারেই। চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম।
সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে চেয়েছিলেন তামিম। বল লাগে তার গ্লাভসে। মুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। পছুটে আসেন ফিজিও। একটু পর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।এরপর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো এরপর একদিকে মুশফিকের দুর্দান্ত ব্যাটিং করলেও ভালো ব্যাটিং করে ফিরে যান মিথুনও।মিথুনের আউটের পর একের পর এক উইকেট হেরে যখন অলআউট হওয়ার পথে বাংলাদেশ তখন শেষে এক হাতে ব্যাটিংয়ে নামেন তামিম।বর্তমানে তিনি ২ রানে এবং মুশফিক ১২৭ রানে অপরাজিত আছেন।