ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৪৩ রান দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন উইলিয়াম লুডিক। নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে নর্দান ডিস্ট্রিক্টসের বিপক্ষে খেলতে নামে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
বুধবার ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার উইলিয়াম লুডিক, নিজের করা প্রথম ৯ ওভারে ৪২ রান দিয়ে শিকার করেন এক উইকেট। শেষ ওভারে খরচ করেন ৪৩ রান।
লুডিকের শেষ ওভারে বল আর মাঠের ভেতর পড়তে দেননি নর্দান ডিস্ট্রিক্টসের ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন।তারা দুজন মিলে লুডিকের ১০ম ওভারে ৬টি ছক্কা হাঁকান।ওভারে লুডিক দুটি ‘নো’ বল দেন। তাতে এক ওভারে ৪৩ রান আদায় করে নেয় নর্দান ডিস্ট্রিক্টসের ব্যাটসম্যানরা।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে এটাই সর্বোচ্চ রান। এর আগে এমন একটি বাজে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের রংপুরের পেসার আলাউদ্দিন বাবু। ২০১৩ সালে আবাহনীর এই পেসার শেখ জামালের বিপক্ষে এক ওভারে ৩৯ রান দিয়ে বাজে রেকর্ড গড়েছিলেন।
বুধবার কার্টারের অপরাজিত ১০২* এবং হ্যাম্টনের ৯৫ রানে ভর করে ৭ উইকেটে ৩১৩ রান সংগ্রহ করে নর্দান ডিস্ট্রিক্টস। টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে হেরে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান নেয়ার রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবসের। তিনি ২০০৭ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ড ব্রডকে ছয় বলে ছক্কা হাঁকিয়ে ৩৬ রানের রেকর্ড গড়েন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংহ।
তবে সব ধরনের ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৭৭ রান খরচের রেকর্ডও আছে। যেটি গড়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার বার্ট ভিন্স।