মেসি বার্সা ছাড়ছেন এমন একটি কথা কিছু দিন আগে বেশ ঘটা করেই এসেছি সংবাদ মাধ্যমে কিন্তু যাওয়া হয়নি কোথাও। আইন ও কনট্রাকের মারপ্যাঁচে থেকে যান মেসি বার্সায় ।ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রায় কথা পাকাপাকিই ছিল । আসছে মৌসুমে মেসির সকল সমস্যা কেটে যাবে, তখন বার্সা ছাড়তে বাধা থাকবে না । ইচ্ছে করলে সহজেই যোগ দিতে পারবেন তার পছন্দের ক্লাবে।
কিন্তু সম্প্রতি মেসি বলেছেন, বার্সাতে নাকি ভাল আছেন আপাতত। ০২ বছর কোথাও যাচ্ছেন না তিনি। তারপর মেসির ইঙ্গিত, আমেরিকায় পাড়ি জমাতে পারেন।
স্পেনে’র এক সংবাদ’ মাধ্যমে’র প্রতিবেদন’ অনুযায়ী, মেসি’ নাকি’ ইতিমধ্যেই’ ফ্লোরিডাতে’ একটি’ বিলাস’বহুল ফ্ল্যাট’ কিনে রেখেছেন’। মেসি’র যোগ’ দেওয়া’র সম্ভাবনা ইন্টার’ মিয়ামি’ ক্লাবে’, যার’ মালিক’ আবার’ সাবেক’ ইংলিশ’ ফুটবলার’ ডেভিড’ বেকহ্যাম’।
মেসির’ আমেরিকা’ পাড়ি’ জমানো’র ব্যাপারটাকে’ তাই’ আর’ গুঞ্জনে’ সীমাবদ্ধ’ রাখার উপায়’ নেই। দেখা’ যাক, শেষ’ পর্যন্ত’ কি’ সিদ্ধান্ত’ নেন’ বিশ্ব’ ফুটবলের’ সেরা ‘তারকা।