অপরাধী যত বড় প্রভাবশালীই হউক অপরাধ করলে ছাড় নাই -ফুলবাড়ীয়ার ওসি আবুল কালাম আজাদ

কামরুজ্জামান মিনহাজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার প্রতিটি ইউনিয়নে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, আগের তুলনায় ফুলবাড়ীয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা অনেক কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবেনা।

ফুলবাড়ীয়া থানায় ওসি আবুল কালাম আজাদ যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যুসহ সকল অপরাধ কমে এসেছে। থানা এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রত ব্যবস্থা নেয়ায় এলাকাবাসী ওসি আবুল কালাম আজাদের প্রশংসা করছেন।

তিনি আরও বলেন ফুলবাড়ীয়া থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন ইউনিয়নে পুলিশী অভিযান চলছে। ফুলবাড়ীয়া থানায় যতদিন আছি ততদিন অপরাধী যত বড় প্রভাবশালীই হউক অপরাধ করলে ছাড় নাই।

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, ফুলবাড়ীয়াবাসীর প্রতি আহবান থাকবে। পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের ধরে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রূপান্তরিত হবে।