ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিস্কুটের প্যাকেটে ‘চিরকুট’ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে শিশু ও অভিভাবকদের মধ্যে।
বুধবার (২৪ জুলাই) উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পোড়াঘাটি গ্রামের ৩০টি ঘরের সামনে থেকে বিস্কুট ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ওই গ্রামে মঙ্গলবার (২৪ জুলাই) রাতে ৩০টি ঘরের দরজায় কে বা কারা টোস্ট বিস্কুটের সঙ্গে ‘চিরকুট’ রেখে যায়। চিরকুটে লেখা রয়েছে, ‘বিস্কুট দেওয়া হয়েছে খাবেন, কিন্তু কাল্লা নেওয়া হবেই’।
তবে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে আতঙ্কিত না হওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেন। একই সঙ্গে গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করেন।
ওসি জানান, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এ কাজ করা হয়েছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। Courtesy: Banglanews24