বিদেশি পণ্য আমদানির তথ্য গোপন করায় জনপ্রিয় জুতার ব্র্যান্ড বাটা ও দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ইনফিনিটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মোহাম্মদপুরে বাটা ও ইনফিনিটির শো রুমে নিজস্ব পণ্য বিক্রির পাশাপাশি বিদেশি বিভিন্ন পণ্যও বিক্রি করছিল।ঈদের কেনাকাটায় ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে কাপড়ের ব্র্যান্ডশপ ইনফিনিটি। দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। তারা দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করছে। কারণ তাদের পণ্য আমদানিকারকের কোনো কাগজপত্র নেই।
পণ্যের প্যাকেটে আমদানিকারকের সিল কিংবা ঠিকানাও ছিল না। এই অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”