মেহেদী জামান লিজন: মঙ্গলবার (২৭ মার্চ) ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজাফর রিপনের মেধা এবং মনন থেকে সৃষ্ট বাল্যবিবাহ বিরোধী ব্রিগেড সদস্যরা একই দিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে।
ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বাল্যবিবাহ বিরোধী ব্রিগেড আজ একটি বাল্যবিবাহ বন্ধ করে দেয়। মেয়েটি বীররামপুর ভাটিপাড়া জান্নাতুল উলুম আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার নাম লাকি আক্তার।
ব্রিগেড সদস্যগণ মেয়েটির অভিভাবকগণের সাথে কয়েকঘণ্টা আলোচনা করে বিয়েটি বন্ধ করে দেয়।
বিয়ে বন্ধে ব্রিগেড সদস্যদের সাথে ইউপি চেয়ারম্যান নাজমুল সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রামপুর ইউনিয়নের পরে বৈলর ইউনিয়নেও আরও একটি বাল্যবিবাহ বন্ধ করে দেয় ব্রিগেড সদস্যরা। মেয়েটি কাজিরশিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার নাম তামান্না আক্তার।
পুলিশ অথবা ম্যাজিষ্ট্রেট ছাড়াই একের পর এক বিয়ে বন্ধ করে দিচ্ছে এ ব্রিগেড টিম গুলো।
ত্রিশাল উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুজাফর রিপন মহোদয়ের উদ্যোগে গঠিত বাল্যবিবাহ বিরোধী বিগ্রেড অল্প কদিনে প্রায় ত্রিশটির মতো বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সমাজে, পরিবারে,বাড়ি বাড়ি গিয়ে আলোচনার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে বাল্যবিবাহ বিরোধী ব্রিগেড টিম গুলো।