ত্রিশালে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মামুনুর রশিদ: ‘সময়ের সাথে-উন্নয়নের পথে’ শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে নতুন ধারার দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে চারটি স্তম্ভের একটি স্তম্ভ, এ গুরুত্ব উপলদ্ধি করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই আমাদের সময় পাঠকপ্রিয় হয়েছে, সময়ের সাথে সময়ের সংবাদ পরিবেশন করে পত্রিকাটি আরো উন্নয়নের শিখরে অবস্থান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুনন্নেসা বিউটি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক এস.এম হাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ, কাঠাঁল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, দৈনিক বিশ্বের মূখপত্র পত্রিকার সম্পাদক এনবিএম ইব্রাহীম খলিল রহিম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ত্রিশাল আব্বাছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ ফজলুল হক, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল ফেরদৌস, অধ্যাপক মাহদী হাসান তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক খবিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সেলিম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সজীব আহমেদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময় পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ও ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ.এম জোবায়ের হোসাইন।