মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ ত্রিশাল পৌরসভার তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় ও জননন্দিত সফল মেয়র ও উপজেলা যুবলীগের দুইযুগ দায়িত্ব প্রাপ্ত সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তবে কিছু শর্ত মানার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের ক্ষমা করে দেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমা চাওয়ার প্রায় এক বছর পর এ সিদ্ধান্ত এল। এ সংক্রান্ত চিঠিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষর করেন।
সেই চিঠি পাওয়ার কথা জানিয়ে ত্রিশাল পৌরসভার মেয়র আনিছুজ্জান আনিছ বলেন, “আমি মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের চিঠি পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমাকে ক্ষমা করে রাজনীতি করার সুযোগ দিয়েছেন।
সম্প্রতি আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে অব্যাহতিপ্রাপ্তদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মেয়র আনিছুজ্জামান কে শর্ত সাপেক্ষে ক্ষমার আওতায় এলেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ওই চিঠিতে বলা হয়, “শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য এর আগে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার/অব্যাহতি প্রদান করা হয়।
“আপনার বিরুদ্ধে আনিত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ খবরে সমগ্র উপজেলায় খুশির হাওয়া বইছে।উপজেলার মুজিব আদর্শে বিশ্বাসী সকল স্তরের নেতৃবৃন্দ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছেন এবং গণতন্ত্রের অগ্নিকন্যা, মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি’ ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।