মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শের প্রথম প্রহর রাত ১২টা ০১মিনিটে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় ও জননন্দিত সফল মেয়র জননেতা আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ) সরকারি নজরুল কলেজে নির্মিত শহীদবেদিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, কাউন্সিলর উসমান গণি কুসুম, কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, কাউন্সিলর আলমগীর কবির (আলম খান), কাউন্সিলর আনিসুজ্জামান বাবুল,সংরক্ষিত নারী কাউন্সিলর ফাতেমা আক্তার মিনা, শাহনাজ পারভীন, বিউটি আক্তার রানু সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো আওয়ামী নেতৃবৃন্দ।
এসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে সরকারি নজরুল কলেজ মাঠ ও এর চারপাশ।পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।