ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ ত্রিশালে অনুষ্ঠিত হলো বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ । উক্ত সমাবেশের প্রতিপাদ্য বিষয় বা স্লোগান ছিল “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সড়ক গড়ি” ।
২৪-০১-২০২৩ বিকাল ৪:০০ টায় ত্রিশাল পৌরসভা মধ্যবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সড়ক গড়ি” প্রতিপাদ্ধ্যকে সামনে রেখে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভুঞা, পিপিএম-সেবা, পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়, সভাপতি জনাব মোহাম্মদ মাইন উদ্দিন, অফিসার ইনচার্জ ত্রিশাল থানা, ময়মনসিংহ, স্বাগত বক্তব্য রাখেন জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, ত্রিশাল সার্কেল, ত্রিশাল, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনাব আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা পরিষদ, জনাব এবিএম আনিছুজ্জামান, মেয়র, ত্রিশাল পৌরসভা, জনাব মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ, জনাব মোঃ হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, ত্রিশাল মুক্তিযোদ্ধা কমান্ড, জনাব গোলাম মোহাম্মদ বাদল, চেয়ারম্যান ০৯নং বালিপাড়া ইউনিয়ন, জনাব শোভা মিয়া আকন্দ, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, জনাব আশরাফুল ইসলাম মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান ত্রিশাল উপজেলা পরিষদ, জনাব আলহাজ্ব নবী নেওয়ার সরকার, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা, জেলা পরিষদের সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃ বৃন্দ,এবং অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাইন উদ্দিন এর সার্বিক দিকনির্দেশনায় ও সভাপতিত্বে এবং সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।