মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকায় গফরগাঁও সড়কের গ্যাস অফিসের সামনে সোমবার রাতে রাস্তার মাঝখানে গর্তের মধ্যে পড়ে পিতা-পুত্র হাসিম উদ্দিন ছেলে কাউসার সহ৩জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ব্যস্ততম সড়কটি এক ঘণ্টা অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ৬মাস পূর্বে আকিজ গ্রুপ অব কোম্পানির নিজস্ব কাজে ভালুকা-গফরগাঁও সড়কে গ্যাসের পাইপ স্থাপন করে। গ্যাস অফিসের সামনে এসে রাস্তাটি আড়াআড়িভাবে করে বিশাল আকৃতির স্থাপন করা হয়। গত ১৫ দিন পূর্বে আড়াআড়িভাবে রাস্তাটির মাঝখান দিয়ে গর্ত হয়ে যায়। গর্তের ফলে প্রতিদিনই কমবেশি দুর্ঘটনা ঘটছে । ঘটনার দিন কাউসার বাবাকে নিয়ে মোটরসাইকেল যোগে নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি গ্যাস অফিসের সামনে এসে গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল তে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়। বাবা ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনায় খবর পেয়ে আশপাশের লোকজন প্রায় এক ঘন্টা সড়কটি অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতি শীঘ্রই রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।