ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংলাপে বিষয় হচ্ছে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন।বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। এ সংলাপ শুরু হবে ২০ ডিসেম্বর সোমবার । মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সাথে আলোচনার মাধ্যমে এ সংলাপ শুরু হবে।এবং পর্যায় ক্রমে সকল রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবেন রাষ্ট্রপতি ।আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।