স্টাফ রির্পোটারঃঃ ময়মনসসিংহে ০৪ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের ০৩ সদস্যকে আটক করা হয়েছে র্যাব। বৃহস্পতিবার (০৭ ই অক্টোবর) রাতে নগরীর দিঘারকান্দা ঢাকা বাইপাস এলাকা থেকে ইব্রাহিম, মহিউদ্দিন ও সাজ্জাদ আহমেদ নামের ০৩ জনকে আটক করা হয়।
র্যাব-১৪ কোম্পানি কোমান্ডার মেজর আখের মুহাম্মদ জয় জানান, র্যাবের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ঢাকা ময়মনসিংহ রোডে টহল ডিউটিকালে গোপন সংবাদ পায় যে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের একটি দল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস দিঘারকান্দা এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা করছে। তখনি অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার ইব্রাহিম ও মহিউদ্দিন এবং সিলেট জালালাবাদ এলাকার সাজ্জাদ আহমেদ। আটককৃতদের দেয়া তথ্য থেকে র্যাব আরো জানায়, এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাজা এনে ময়মনসিংহ অঞ্চলে পাইকারি ও খুচরা গাজা বিক্রি করছে। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।