আরিফ রববানী, ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা বাজার এলাকার যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছেন ইউএনও এবং এসি ল্যান্ড।
বৃহস্পতিবার (৭ই অক্টোবর ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এর নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি জিনাত শহিদ পিংকি ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর সার্বিক সহযোগিতায় চলে এই অভিযান।যানজট নিরসনে জিরোটলারেন্স নিয়ে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। সেই লক্ষেই তিনি উপজেলার প্রধান-প্রধান প্রাণকেন্দ্রে এই অভিযান অব্যাহত রেখেছেন।
অভিযানের সময় বাজারের ফুটপাত, দোকানের বর্ধিত অংশ কেটে ফেলা হয় এবং দোকানিদের সতর্ক করা হয়।এসময় বাজারে স্বাস্থ্য বিধি না মানায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
উপজেলা ইউএনও মিজাবে রহমত জানান, বাজারের যানজটের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই জনকল্যাণে ও জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়। যদি কোনো দোকানে বর্ধিত অংশ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।