ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সীমিত এবং বৃহস্পতিবার থেকে পুরোপুরি শাটডাউন চলবে সারা দেশে। তাই মানুষ রাজধানী ছাড়ছে। রাজধানীর বিভিন্ন বাসস্টেন্ডে প্রচুর মানুষ বিভিন্ন যানের জন্য অপেক্ষা করছেন। কেউ হেঁটে, কেউবা রিকশায় পার হচ্ছেন বিভিন্ন পয়েন্ট , তারা পর চড়ছেন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে। অনেকে উঠে পড়ছেন ট্রাক ও পিকআপের পেছনে।
যানজটের কারণে প্রচুর মানুষ যানবাহন থেকে নেমে হেঁটেই মোড় পার হচ্ছেন। সড়কে মানুষের চাপ অনেক বেশি। সবকিছু বন্ধ হওয়ার আগে মানুষ নিজ নিজ গন্তব্যে চলে যেতে চাইছে। এ কারণেই সড়কে প্রচুর মানুষ। ঢাকার দিকে আসা কোন বাস বাসকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে পিকআপ, ট্রাকসহ পণ্যবাহী যান ছাড়া হচ্ছে। রোগী, জরুরি সেবা, বিদেশগামী ব্যক্তিদের যেতে দেওয়া হচ্ছে।
মাইক্রোবাস, পিকআপ বা মোটরসাইকেলে করে অনেকে যাচ্ছেন। পুলিশ সদস্যরা চেকপোস্টে জিজ্ঞাসা করছেন। জরুরি কারণ দেখাতে না পারলে অর্থদণ্ড দেওয়া হচ্ছে।