ত্রিশালে কয়েকটি সামাজিক সংগঠনের বিজয় দিবস অনুষ্ঠানে মেয়র আনিছ

 নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭১ সালের ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে কয়েকটি সামাজিক সংগঠনের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। মেয়র আনিছ দিবসটির প্রথম প্রহরেই সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় জানিয়ে সকাল হতে ছুটে আসেন তাঁর প্রিয় নির্বাচনী এলাকা ত্রিশাল পৌরসভায়। বিভিন্ন ওয়ার্ডে খন্ড খন্ড বিজয় দিবস উদযাপন যারা আয়োজন করেছে প্রথমে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে পৌরসভা বাহিরে বিভিন্ন ইউনিয়নে তাদের প্রিয় নেতা মেয়রকে বিজয় দিবসে কাছে পেতে আমন্ত্রণ জানালেও পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন মঠবাড়ী আওয়ামীলীগ ও স্থানীয় চেয়ারম্যানের আমন্ত্রনে একটি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। পরে অতিথি হয়ে ছুটে আসেন বিজয় দিবসের অনুষ্ঠান নজরুল বিশ্ববিদ্যালয় এলাকা পৌরসভার ১নং ওয়ার্ডে। অনুষ্ঠান শেষ করে চলে আসেন পৌরসভার ২নং, ৩নং ওয়ার্ডে হাজার হাজার অপেক্ষামান জনতার সাথে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করতে।

বেলা শেষ হলেও বিজয় দিবসে ২নং ওয়ার্ডে উদিয়মান আগামী প্রজন্মের স্বপ্নময়ী কয়েকশত যুবকের সান্ধ আয়োজন প্রীতি ফুটবল টুর্নামেন্ট। নজরুল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সজ্জিত আলোকসজ্জা ও যুবকদের বিজয় হাসি প্রিয় মেয়রকে কাছে পেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। ফুলেল শুভেচ্ছা সংবোধন করে আসনে আমন্ত্রন খেলা শেষে সম্মামনা দিয়ে প্রিয় মেয়রকে বিদায় জানান।

 

রাত ৮ টায় ত্রিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কলধ্বনি সংঘ ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ মাঠে বিজয় দিবস আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে প্রধান অতিথি করলে ঐ অনুষ্ঠানে যোগদেন। কলধ্বনি সংঘের সভাপতি মাজাহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে কলধ্বনি সংঘের সংগীত শিক্ষক মুন্জুরুল হাসান মুন্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলধ্বনি সংঘের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মামুন,সাবেক বিশিষ্ঠ ক্রীড়াব্যক্তিত্ব মুশিউর রহমান দীপক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংঘের সদস্য খোরশিদ আলম মুজিব, সিনিয়র সদস্য আব্দুল আওয়াল। এ সময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।