আইটি ডেস্ক:: উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ২০০৮ আর২ এর সাপোর্ট জানুয়ারিতেই বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এবার বন্ধ হচ্ছে, উইন্ডোজ ১০ ভার্সন ১৮০৯ এর সাপোর্ট। মাইক্রোসফটের সাপোর্ট পেইজ থেকে জানানো হয়, উইন্ডোজ ১০ ভার্সন ১৮০৯ এর কয়েকটি এডিশনের সাপোর্ট ২০২০ সালের ১২ মে মাসেই শেষ হয়ে যাবে। ওই দিনই শেষবারের মতো সিকিউরিটি প্যাচ পাঠাবে মাইক্রোসফট।
জানাযায়, উইন্ডোজ ১০ হোম, ভার্সন ১৮০৯; উইন্ডোজ ১০ প্রো, ভার্সন ১৮০৯; উইন্ডোজ ১০ প্রো ফর এডুকেশন, ভার্সন ১৮০৯; উইন্ডোজ ১০ প্রো ফর ওয়ার্ক স্টেশনস, ভার্সন ১৮০৯ ও উইন্ডোজ ১০ আইওটি কোর, ভার্সন ১৮০৯ এর জন্য সাপোর্ট বন্ধ হচ্ছে। ফলে ব্যবহারকারীদেরকে পিসিতে আপডেট ভার্সন ইন্সটল করতে হবে। শুধু মাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীরা অর্থের বিনিময়ে এক্সটেন্ডে সাপোর্ট নিতে পারবেন। এক্সটেন্ড সাপোর্টের মেয়াদ থাকবে ৩০ মাস পর্যন্ত।
উল্লেখ্য, উইন্ডোজ ১০ ভার্সন ছাড়া হয়েছিলো ২০১৮ সালের ২ অক্টোবর। তবে বাগের কারণে ডেটা লস, ব্লস্ক্রিনস, মিডিয়া প্লেব্যাক, রিসেট সেটিংস নিয়ে ব্যবহারকারীর অভিযোগ করলে ৪ দিনের মাথায় আপডেট পাঠানো বন্ধ করে দেয় মাইক্রোসফট।