ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহ নগরীর ব্যাস্ততম এলাকা গাঙ্গিনারপাড়ের তাজমহল মোড়ে বিলবোর্ডে গতকাল সন্ধায় আটকে পড়ে এক পাগল। দীর্ঘ সময় আটকে থাকার পর পাগলকে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবিত উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ত্রিশাল প্রতিদিনকে জানান, সন্ধ্যার পর এক পাগল তাজমহল মোড়ের বিলবোর্ডে উঠে যায়। উপরে উঠার পর সেখানে আটকে গিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের মানুষের মধ্যে হইচই পড়ে যায়। তাকে নামতে বললেও সে নামতে পারে না। পরে কেউ একজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ ত্রিশাল প্রতিদিনকে জানান, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি বিলবোর্ডের ওপরে উঠে পরে। কিন্তু সেখান থেকে সে নামতে পারছিল না। ৪০ মিনিট চেষ্টার পর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা জানা যায়নি।