ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ ২০২০ সালের বিষ শুধু বাংলাদেশকেই নয় ব্যথায় নীল করেছে পুরো বিশ্বকে করোনা কেড়ে নিয়েছে অনেক গুণী মানুষের প্রাণ রাষ্ট্র হারিয়েছে অনেক অভিভাবক। বিশিষ্ট নাগরিকদের মধ্যে অনেকেই করোনার কাছে হেরে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে ২০২০ হারানো স্মরণীয়-বরণীয়দের কথা নিচে বলা হলো- জীবনমুখী গানের ধারক এন্ড্রোকেশর দেহত্যাগ করেন ০৬ জুলাই, মহামারী কর্ণার প্রথম ধাক্কাটা লাগে চিকিৎসকদের ওপর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ হারান ১২৮ জন ।করোনা পরবর্তী নানা জটিলতায় প্রাণ হারান মোট ১৫২জন সম্মুখযুদ্ধ।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনার কাছে হার মানে ৪১ জন গণমাধ্যমকর্মী। দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন ৮১ জন পুলিশ সদস্য । করোনায় বিশ্ব যখন টালমাটাল ঠিক তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থার নাজুক অবস্থায় ১৩ জুন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরের মাস ০৯ জুলাই দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও শামিল হয় অনন্ত যাত্রায় । ১৩ ই জুন পৃথিবীর মায়া ছিন্ন করে চলে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ।
১৫ জুন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানও না ফেরার দেশে চলে যান । এর আগে এপ্রিল মারা যান সরকারের কর্মকমিশনের নবম চেয়ারম্যান ড. শাহাদাত হোসেন । একই মাসের ২৮ এপ্রিল পরপারের যাত্রী হন পদ্মা বহুমুখী প্রকল্পের প্যানেল প্রধান বিশিষ্ট প্রকৌশলী মোঃ জামিলুর রেজা চৌধরী।১৪ মে ইহলোকের মায়া ত্যাগ করেন ইমেরিটাস অধ্যাপক ড.আনিসুজ্জামান । ২০ শে জুন জীবন প্রদীপ নিভে যায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লোহানীর ।
১৭ জুলাই পরপারের পথ ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ । করোনার সাথে দীর্ঘ যুদ্ধ শেষে ২৭ শে সেপ্টেম্বর মারা যান দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম ।প্রক্ষাত আইনজীবি সাবেক এটর্নি জেনারেল রফিকুল হক বিদায়নেন ২৪ অক্টোবর।শিল্পপতি লতিফুর রহমান বিদায় নেন ১ জুলাই।৩১ শে মে পরলোক গমন করেন শিল্পোউদ্যেগতা আঃমোনেম।
এমনি নাম না জানা অনেক ব্যক্তির প্রাণ নাশের দায় করোনা সহ নানা জটিলতা।তবে বিগত বছর গুলোতে এত শূন্যতা দেখেনি বাংলাদেশ ।সকলের প্রত্যাশা ২০২১ যেন হয় করোনা ও প্রতিহিংসা মুক্ত একটি সুন্দর বিশ্ব।