মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সকল অঞ্চলের তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে মতবিনিময় করলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। বৃহস্পতিবার সকালে পৌরসভা সভাকক্ষে ত্রিশাল হেল্পলাইনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল হেল্পলাইনের সভাপতি খাইরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম.এ.এ মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র ১ রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র ২ মানিক ছাইফুল,কাউন্সিলর আনিছুজ্জামান বাবুল, খালিদ মাহমুদ সুমন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, হাত বাড়াও সংগঠনের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক আনিছুর রহমান, আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আসমা শিকদার, সাধারণ সম্পাদক মিথিলা সরকার প্রমুখ।
মত বিনিময় সভায় তৃতীয় লিঙ্গের উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে মেয়র আনিছ বলেন, আপনারা আমাদের সমাজের লোক আপনারা স্বাভাবিক জীবনে ফিড়ে আসুন আমার পক্ষ থেকে আপনাদের স্থায়ী ভাবে বসবাস ও কর্মের ব্যবস্থা করে দিবো। মেয়রের বক্তব্যে তৃতীয় লিঙ্গের উপস্থিত সদস্যরা খুশি হয়ে মেয়রকে ধন্যবাদ জানিয়ে তারা স্বাভাবিক জীবনের ফিড়ে এসে কর্মমুখী জীবনে ফিড়ার ইচ্ছা পোষণ করেন।