স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার পেলেন মুক্তাগাছার গর্ব অধ্যাপক ড. হীরা সোবাহান

নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২১ সম্মাননা পেলেন মুক্তাগাছার গর্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান। গত ১৫ অক্টোবর বিকেলে ঢাকায় কাঁটাবনস্থ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে “সার্ক কালচারাল ফোরাম ” আয়োজিত “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” উপলক্ষে আলোচনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে শিক্ষা ও চারুকলায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. হীরা সোবাহানকে  “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার  ২০২১” প্রদান করা হয়।

উক্ত আলোচনা, গুণীজন সম্মাননা ও   সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্ক সাংস্কৃতিক ফোরাম সভাপতি এটিএম মমতাজুল করিম -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে-ই- বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জ্বলাব, আসলাম উদ্দিন সারনিয়াবাত (সিআইপি), স্বত্বাধিকারী, কার কালেকশন ; পরিচালক এফবিসিসিআই,  অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শাহিদুল হারুন। অধ্যাপক ড. হীরা সোবাহান, চেয়ারম্যান চারুকলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা শেরে- ই-বাংলা গবেষণা পরিষদ। মতিউর রহমান স্বত্বাধিকারী এম আর International; পরিচালক, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি । এইচ -ই- ইশরাত জাহান স্বত্বাধিকারী k2k wears international. হুইল বাংলাদেশ -327 এর প্রতিনিধি হিসেবে নায়ার ইসলাম,  মোঃ সেলিম রেজা অধ্যক্ষ সোনারগাঁও স্টার স্লোয়ার এস আর স্কুল অ্যান্ড কলেজ, সোনারগাঁও নারায়ণগঞ্জ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. হীরা সোবাহান বলেন,”স্বাধীনতার পর এদেশের সংস্কৃতি বিকাশে সংস্কৃতিকর্মীরা দেশ-বিদেশে অনেক  সুনাম অর্জন করেছে। তবে আকাশসংস্কৃতির অপপ্রয়োগ এদেশের স্বকীয় সংস্কৃতি বিকাশে অন্তরায়। বর্তমান প্রেক্ষাপটে বিশেষত চারুকলার ক্ষেত্রটি প্রায় উপেক্ষিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়টি সম্মান পর্ষায়ে থাকলেও কর্মক্ষেত্রে নিয়োগ সীমিতকরণ এবং একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান চারুকলা বিষয়ে এক বছরের সার্টিফিকেট কোর্স চালু করেছে, যা বিএফএ অনার্স কোর্সের সমপর্যায়ে বিবেচনা করা হচ্চে, এতে চারুকলার উচ্চ শিক্ষার মান ক্ষুন্য হচ্ছে, যা চারুশিল্পীদের কাম্য নয়। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিবেন।”