ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ভিনগ্রহের প্রাণী নিয়ে যেন মানব জাতির কৌতুহলের শেষ নেই। এবার এই ভিনগ্রহের প্রাণী নিয়ে আশ্চর্য এক তথ্য দিলো এক মহাকাশ গবেষক। তার মতে, সূর্যকে নিয়ন্ত্রণ করছে ভিনগ্রহের একদল এলিয়েন! তবে এ তথ্যের পক্ষে এখনও শক্ত কোন যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে পারেন নি ওই গবেষক।
এ বিষয়ে মেইল অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সূর্যের চারপাশে ভিনগ্রহের কিছু প্রাণীরা ঘুরছে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে। এই সূত্র ধরেই ওই গবেষক দাবী করেছে, সূর্য আর সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করছে ভিনগ্রহের অ্যালিয়েনরা!
এছাড়াও শিগগিরই সূর্যের কাছে ভিনগ্রহী অ্যালিয়েনদের উপস্থিতি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন ওই গবেষক। গবেষক আরো জানিয়েছেন, ভিনগ্রহীরা এরই মধ্যে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এ ধরনের যোগাযোগের চেষ্টা করা হলে পৃথিবীতে বসেই এর সংকেত পাওয়া যাবে।
গণমাধ্যমটি আরো জানিয়েছে, স্কট ওয়ার্নিং নামে এক বিজ্ঞানী কিছু ছবি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, সূর্যের আশপাশে কিছু বস্তুকে দেখা গেছে। তিনি দাবী করেন, এগুলোই অ্যালিয়েনের চিহ্ন।