সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিল ত্রিশালের সন্তান সার্জেন্ট রাশেদুল ইসলাম

শামিম ইশতিয়াক, ত্রিশাল: বাংলাদেশ পুলিশের প্রথম কোন সদস্য হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড করলেন পুলিশ সার্জেন্ট মো. রাশেদুল ইসলাম। যিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ি গ্রামের সন্তান।

তিনি গত ৩০ নভেম্বর সকাল ৯.২৫ মিনিটে ১৬.১ কিলোমিটার দৈর্ঘ বাংলা চ্যানেল টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করে ৩.২৪ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌছায়। তার এই চ্যানেল পাড়ি দিতে মোট সময় লেগেছে ৫ ঘন্টা ৫৯ মিনিট।

তাদের এই গ্রুপে মোট সদস্য সংখ্যা ছিল ৪০ জন। এই টিমে পুলিশের আরও একজন সদস্য ছিলেন।
তার এই চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ৬ ঘন্টা ২৩ মিনিট। এই তথ্য টি নিশ্চিত করেছেন, বাংলা চ্যানেল সাতার ম্যানেজমেন্ট এর লিপটন সরকার।
বাংলা চ্যানেল পাড়ি দেওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ত্রিশালের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন, তাদের জন্য সবাই শুভ কামনা ব্যক্ত করেছেন।

রাশেদ বাংলাদেশ পুলিশে ২০১১ সালে পুলিশ সার্জেন্ট পদে যোগদান করেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা ট্রাফিক জোনে কর্মরত আছেন।