সরকার ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা ডিজিটালে রুপান্তর করেছে

সরকার ভূমি উন্নয়ন কর বা ভূমির খাজনা ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন, ২০২১ এর পর থেকে  অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে।

এর ফলে ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা দেশের বাইরে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন। উপজেলার সকল ইউনিয়নে মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম চলছে। এ প্রচেষ্টা সফল করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

নিম্নলিখিত প্রমাণকসমূহ যথাঃ
১. খতিয়ানের কপি,
২. পূর্ববর্তী দাখিলার কপি,
৩. পাসপোর্ট সাইজের ছবি,
৪. জাতীয় পরিচয়পত্র এবং
৫. মোবাইল নাম্বার;

সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে আপনার ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ সংক্রান্ত যে কোন জিজ্ঞাসার জন্য আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল এর সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল- ০১৭৩৩৩৭৩৩৩৩

ত্রিশাল উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌরসভায় আজ একযোগে ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায় বিষয়ক সচেতনতা তৈরির লক্ষে মাইকিং করা হচ্ছে। একইসাথে জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। আগামীকাল বাকী ৭ টি ইউনিয়নে প্রচারণায় চালানো হবে।