আরিফ রববানী, ময়মনসিংহঃ ময়মনসিংহে ২৮বছর পলাতক থাকার পর বিট পুলিশিং কার্যক্রমের সফলতায় কুষ্টিয়া বিদ্যাগঞ্জ বিট এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ মাটিয়ানতলা এলাকার মৃত হাসেম দেওয়ানের পুত্র ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আমীর হোসেন(৬২)কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী ৪বছরের সাজাপ্রাপ্ত হলেও সে ২৮ বছর যাবৎ পলাতক থাকার ১০ই অক্টোবর সোমবার তাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকা চালু হওয়া কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিংয়ের সুফল পাচ্ছেন নাগরিকেরা। সাধারণ ঘটনার জেরে বড় ধরনের বিরোধ বা জটিলতার আগেই সুরাহা করার সুযোগ তৈরি হয়েছে। এতে অনেক এলাকায় মামলার সংখ্যা যেমন কমেছে তেমন প্রতিটি এলাকায় মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,ছিনতাই, চুরি -ডাকাতি,ইভটিজিং বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি গ্রেফতার হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি। সুফল পাচ্ছে স্থানীয় এলাকার জনগণ। অপরাধ মোলক
কর্মকাণ্ড কমে গিয়ে এখন বিট পুলিশিং জোরদার হয়েছে। এই পুলিশিংয়ের সঙ্গে নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমকর্তা ছাড়াও যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানায়-ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক কোতোয়ালী মডেল থানা এলাকায় দৈনন্দিন বিট পুলিশিং কার্যক্রমের ফলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ পুলিশকে নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় পুলিশকে সাধারণ জনগণ বন্ধু ভাবতে শুরু করেছে। ফলে জনসাধারণ নিজ নিজ বিট এলাকার মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সার্বিক ভূমিকা পালন সহ পুলিশকে সার্বিক সহযোগিতা করে আসছে। সেই ধারাবাহিকতায় সোমবার (১০ই অক্টোবর) বিট পুলিশিং এর দৈনন্দিন কার্যক্রমের ফলে কুষ্টিয়া বিদ্যাগঞ্জ বিট এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ মাটিয়ানতলা এলাকার মৃত হাসেম দেওয়ানের পুত্র ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আমীর হোসেন(৬২) ২৮ বছর যাবৎ পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
বিট সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কোথাও কোনো সমস্যা, যেমন ভাইয়ে ভাইয়ে মারামারি, হাতাহাতি, পারিবারিক কলহ, বাড়ি নির্মাণ নিয়ে দ্বন্দ্বসহ বিভিন্ন ধরনের বিরোধের ক্ষেত্রে জটিলতা সুরাহায় সপলতার সাথে কাজ করে বিট পুলিশ। যেকারণে বিট পুলিশিং কার্যক্রমের প্রতি প্রতিটি জনতার আস্থা ও বিশ্বাস তৈরী হচ্ছে।