ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পুলিশী বাঁধা

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে পুলিশী বাঁধার মধ্যেই বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ জেলা বিএনপি বুধবার সকাল থেকেই পুলিশ দলীয় কার্যালয়ের চারদিকে এবং নগরীর কয়েকটি মোড়ে পুলিশ অবস্থান নেয়। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসার পথে স্থানে স্থানে পুলিশী বাঁধার মুখে পড়ে। দুপুরে শোভাযাত্রার পরিবর্তে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক ফকরউদ্দিন আহমেদ বাচ্চু, আকতারুল আলম ফারুক, আকতারুজ্জামান বাচ্চু, মাহবুবুল আলম, ডা. মোফাখারুল ইসলাম রানা ও শুক্কুর মাহমুদ, সদস্য হেলাল আহমেদ ও ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকদলের দক্ষিণ জেলা সভাপতি শহিদুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, শ্রমিকদলের জেলা সভাপতি মফিদুল ইসলাম মোহন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, মহিলাদলের জেলা সভাপতি ফরিদা পারভীনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বর্তমান সরকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে জঘন্য মিথ্যাচার করছে। দেশবাসিকে বিভ্রান্ত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ দিয়ে দলীয় কর্মকান্ড নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনীতিকে কুলষিত করছে। আজকেও দলীয় নেতাকর্মীদেরকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আসতে বাঁধা দেযা হয়েছে। পুলিশী বাঁধায় প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা করা সম্ভব হয়নি। দেশে রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

প্রথম যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। পুলিশের বাঁধার কারণে রাজনৈতিক কর্মকান্ড গণতন্ত্র ব্যাহত হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।