ময়মনসিংহে বই উৎসব উদযাপন

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরের মতো ইংরেজি নববর্ষের প্রথম দিন ময়মনসিংহে বই উৎসব উদযাপন করা হয়েছে।

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহব্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

এরপর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ মুকুল নিকেতন হাই স্কুল, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়, কৃষ্টপুর সিটি প্রাইমারি স্কুল ও মনোয়ারা খাতুন সিটি প্রাইমারি স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মেঃ ইকরামুল হক টিটু। এ বছর জেলায় ৬ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন শিক্ষার্থীর মাঝে ৮৩ লাখ ২৫ হাজার ৯৫১টি বই বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে ইবতেদায়ীতে ১ লাখ ২৮ হাজার ১১৩ শিক্ষার্থীকে ৯ লাখ ৭১৪টি বই, দাখিলে ১ লাখ ৫৯ হাজার ২৩ শিক্ষার্থীর মাঝে ১৫ লাখ ৬২ হাজার ৮০৩টি বই, এসএসসি বাংলা ভার্সনে ৩ লাখ ৯৩ হাজার ৮৯৮ জন শিক্ষার্থীকে ৫৬ লাখ ৯২ হাজার ৭২টি বই, ইংরেজি ভার্সনে ৪৪০ শিক্ষার্থীকে ৬ হাজার ৪০০বই, এসএসসি ভোকেশনালে ৭ হাজার ৭৭৬ শিক্ষার্থীকে ১ লাখ ১ হাজার ২৮টি বই, দাখিল ভোকেশনালে ৭৪০ শিক্ষার্থীকে ১০ হাজার ৮০০ বই এবং ট্রেড স্তরের ৭ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৪২ হাজার ১৩৪টি বই বিতরণ করা হচ্ছে।