ময়মনসিংহে দ্বিতীয় দফায় চীনের তৈরী সিনোফার্মের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে দ্বিতীয় দফায় চীনের তৈরী সিনোফার্মের করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচী শুরু হয়েছে। শনিবার ( ১৯ শে জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গ্যালারীতে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ। প্রথম পর্যায়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুই থেকে আড়াইশো শিক্ষার্থীকে এই টিকা দেয়া হচ্ছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহের জন্য চীনের সিনোফার্মের ৭৫ হাজার ৬০০ ডোজ টিকার এসেছে। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশি নাগরিকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চীনা নাগরিক, ডেন্টাল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ফ্রন্টলাইনারদের এই টিকা দেয়া হবে।